রৌমারীতে নদী ভাঙনরোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনরোধে নদীর তীরে ৩ কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে রৌমারী উপজেলার বলদমারা খেয়াঘাট এলাকায় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তব্য রাখেন- প্রাক্তন এমপি ও রৌমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, আওয়ামী লীগ নেতা হাজি মুরাদ, নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ফজলুল হক মণ্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, রৌমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ঘুঘুমারী হতে ফলুয়ারচর পর্যন্ত নদের পূর্বপাড়ে বামতীরের ৫ কিলোমিটার এলাকার ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়া না হলে চরশৌলমারী, বন্দবের, যাদুরচর, নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি ও আবাদি জমি বিলীন হয়ে যাবে।

তারা ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে স্বাধীনতাযুদ্ধের স্মৃতি বিজড়িত মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।