র‍্যাব-৭ এর জালে কোটি টাকার ইয়াবা: চালক ও হেলপার গ্রেফতার

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ দক্ষিণ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া আফজালনগর নামক এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার টাকার মূল্যের ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেন র‌্যাব-৭। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ট্রাক চালক মো. আবুল হোসেন (৩২) ও হেলপার মো. মানিক মিয়া (২৯)।

শনিবার (১৭ এপ্রিল)  এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা।

এই বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর এলাকায় একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় ট্রাক চালকের সিটের পিছন থেকে ৪টি টেপ মোড়ানো বড় প্যাকেট উদ্ধার করেন। এতে  ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কর্মকান্ড স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজারের কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম, ব্রাম্মণবাড়িয়াসহ সারা দেশে বিক্রি করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।