লা লিগা জয়ের সুবর্ণ সুযোগ

ক্রীড়া ডেস্ক: ২০১১-১২ মৌসুমে শেষ স্প্যানিশ লিগ লা লিগার শিরোপার স্বাদ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সেবার হোসে মরিনহোর হাত ধরে ১০০ পয়েন্ট নিয়ে গৌরবের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

এরপর লা লিগার শিরোপা হাতছাড়া হয়েছে ধারাবাহিকভাবে। রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডে থাকা অনেক ফুটবলারই পাননি লা লিগার শিরোপার স্বাদ। সবশেষ শিরোপা জয়ের মৌসুমে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজামা, সার্জিও রামোস, পেপে এবং মার্সেলো।

রিয়ালের বর্তমান স্কোয়াড অনেকটাই নতুন। দুই-তিন মৌসুম ধরে ভালো পারফর্ম করলেও লা লিগার শিরোপার স্বাদ পাননি তারা। এ তালিকাটাও বেশি লম্বা, ১৬ জনের। টনি ক্রুস, দানি কারভাহাল, ইসকো, মার্কো অ্যাসেনসিও, লুক মডিরিচ, গ্যারেথ বেল, কেলর নাভাস, নাচো, হামেস রদ্রিগেজ, ক্যাসেমিরো, মাটেও কোভাচিচ, লুকাস ভাসকুয়েম, দানিলো, কিকো কাসিল্লা, মারিনহো এবং রুবেন ইয়ানেজ। আলভারো মোরাতা রিয়াল শিবিরে ফিরে আসার পর পাননি শিরোপার স্বাদ।

তবে মোরাতা চ্যাম্পিয়নস লিগ, টনি ক্রস বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা এবং হামেস রদ্রিগেজ পোর্তোর হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। এবার তাদের সামনে লা লিগা জয়ের সুবর্ণ সুযোগ।

আগামীকাল মালাগার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। ৯০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা। শেষ ম্যাচে ড্র করলেই ১ পয়েন্ট পাবে রিয়াল মাদ্রিদ। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লস ব্লাঙ্কোসদের। স্বপ্ন পূরণে মডিরিচ, বেল ও ইসকোরা মাত্র এক পয়েন্ট দূরে দাঁড়িয়ে।