লড়াইটা সৌম্যর নিজের সঙ্গে

চট্টগ্রাম থেকে : ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতার পারফরম্যান্স ড্রেসিং রুম থেকে দেখেছেন সৌম্য সরকার। বারবার সুযোগ পাওয়ার পরও ব্যর্থতার বৃত্ত থেকে বের না হওয়ায় একাদশে সৌম্য জায়গা হারান।

এবার টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াইয়ে সৌম্য। ৩ টেস্ট খেলা সৌম্য সরকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্টে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ৩ টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১০৭ রান, বল হাতেও খুলেছেন খাতা। পাঁচ ইনিংসের মধ্যে ৪টিতে ৭ ও একটিতে ৬ নম্বর ব্যাটিং করেছেন সৌম্য।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ৭ নম্বরে খেলেছেন স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে খেলা লিটন কুমার দাস। এবার ওই পজিশনে কে খেলবেন সেটাই দেখার বিষয়! একাদশে জায়গা পেতে সৌম্য কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তা নিজেই স্বীকার করেছেন। শুক্রবার এম এ আজিজে বিসিবি একাদশের অনুশীলনের পর সৌম্য সরকার বলেছেন,‘জাতীয় দলটাই চ্যালেঞ্জ। ইংল্যান্ড সিরিজে বাইরে বসে খেলা দেখতে হয়েছে। আমার জন্য চ্যালেঞ্জিং বেশি। খানিকটা সময় আমার বাজে গেছে। ইমরুল ভাই ভালো করছে। অন্যান্য ওপেনাররাও ভালো করছে।’

জাতীয় দল বাদেও নিজের সঙ্গে সৌম্য লড়াই করছেন নিয়মিত। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর যেভাবে খেলে গিয়েছেন সেভাবেই ফেরার ইচ্ছে তার,‘জাতীয় দল বাদেও  নিজের জন্য লড়াই করছি নিয়মিত।নিজেকেই নিজের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।ভাবনায় থাকে সবশেষ যেটা করেছি সেটার চেয়ে ভালো করতে হবে; নইলে নিজের কাছে নিজে হেরে যাব। এভাবেই আমি নিজেকে প্রস্তুত করি। নিজের মত করেই ফিরতে চাই। সবাই যেভাবে জানে,চেনে সেভাবে খেলে সুযোগ পেতে চাই।’

জাতীয় দলে সৌম্যকে ফেরাতে লড়ে যাচ্ছে টিম ম্যানেজম্যান্টও। ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে তাকে দলে রেখেছেন টিম ম্যানেজম্যান্ট। আজই মাঠে নামার কথা ছিল সৌম্যদের। কিন্তু মাঠ ভেজা থাকায় সুযোগ পাননি সৌম্য, সাব্বিররা। তার মতে বাকি একটি দিন ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা থাকবে,‘একটা দিন চলে গেছে। আরেকটা দিন আছে। ৯০ ওভার বাকি আছে। ব্যাটিং করার সুযোগ পেলে ভালো হত।’

পাশাপাশি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সৌম্য। অধিনায়কত্ব পাওয়ায় ভিন্ন অনুভূতি সৌম্যর। তার ভাষ্য,‘ অন্যরকম অনুভূতি যে অধিনায়কত্ব করব। আমার অধীনে খেলোয়াড়েরা খেলবে। নিজেকেও খেলতে হবে, তাদেরও গাইড করতে হবে। সব কিছু মিলিয়ে উপভোগ করব। অনূর্ধ্ব-১৯ ও আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলাম।

এমনিতে আমার চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। অধিনায়কত্ব আরেকটা চ্যালেঞ্জ। ভালোভাবে দায়িত্ব পালন ও সঙ্গে নিজে ভালো করাটা আমার বড় অর্জন হবে।’

স্বরূপে ফিরতে সৌম্য কষ্ট করে যাচ্ছেন সবার থেকে বেশি। শুক্রবার এম এ আজিকে অনুশীলনে ঘন্টাখানেকের মত একাই নেটে সময় দিয়েছেন। বোলিংও করেছেন কয়েক ওভার। ফিটনেস নিয়েও কাজ করেছেন সাব্বির রহমানের সঙ্গে।