শামির বাবা মোহাম্মদ তৌসিফ আলী আর নেই

ক্রীড়া ডেস্ক : ভারতীয় পেসার মোহাম্মদ শামির বাবা মোহাম্মদ তৌসিফ আলী আর নেই। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভোগার পর বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলেই ছিলেন ভারতের সফল পেসার মোহাম্মদ শামি। বাবার মৃত্যুর খবর শোনার পর ইনজুরি কাটিয়ে উঠতে থাকা শামি উত্তর প্রদেশের অ্যামরোহাতে ছুটে গেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হাঁটুর চোটে পড়েন শামি। বাবার মত্যুর খবর শোনার পর বৃহস্পতিবার রাতেই অ্যামরোহার উদ্দেশে রওনা হন তিনি। গত ৫ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শামির বাবা তৌসিফ আলী।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে ভারত। এর আগে টেস্ট ও ওয়ানডেতে বেশ আধিপত্য দেখিয়ে সিরিজ জিতলেও টি-টোয়েন্টির শুরুতেই ধাক্কা খেয়েছে বিরাট কোহলির ভারত। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে স্বাগতিকরা।