শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, গ্রামে বসে যাতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গ্রামে বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় সংসদ উপনেতা নগরকান্দা উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বক্তব্য রাখেন।