শুরু থেকেই জেমস রদ্রিগেজের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠে

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকেই জেমস রদ্রিগেজের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠে। ইনজুরি আর ফর্মের সঙ্গে যুদ্ধ করায় রিয়ালের অনেক ম্যাচেই দর্শক হিসেবে খেলা দেখতে হয় কলম্বিয়ান এ তারকাকে।

জানুয়ারির ট্রান্সফা্র উইন্ডো শুরু হওয়ার আগেই রদ্রিগেজের ক্লাব ছাড়া নিয়ে ফের গুঞ্জন উঠেছে। তবে জানুয়ারির ক্লাব পরিবর্তনের সময় রদ্রিগেজ রিয়াল ছাড়ছেন না বলে জানিয়েছেন তার প্রতিনিধি জর্জ মেন্ডিজ।

রিয়াল মাদ্রিদ ছেড়ে রদ্রিগেজের ইতালিয়ান সিরি’আর ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। তবে তা উড়িয়ে দিয়ে তার প্রতিনিধি মেন্ডেজ জানিয়েছেন, ‘জানুয়ারিতে মাদ্রিদ ছাড়ছেন না জেমস।’

ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে ম্যাচের পর রদ্রিগেজ জানিয়েছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে নাকি হতাশায় ভুগছেন তিনি। নিজের ভবিষ্যত নিয়ে কলম্বিয়ান এ তারকা জানান, ‘রিয়াল মাদ্রিদে থাকবো কিনা তা নিশ্চিত করতে পারছি না আমি। আমার বিভিন্ন ক্লাব থেকে অফার রয়েছে। ভবিষ্যত নিয়ে ভাবার জন্য আমি সাত দিন সময় পাচ্ছি। আমি মাদ্রিদে খুশি আছি। তবে আমি আরও বেশি ম্যাচ খেলতে চাই। আমি ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারায় কিছুটা হতাশ। তবে দল শিরোপা জেতায় আমি সুখি। এটা আমার ক্যারিয়ারের ১৫তম শিরোপা।’