শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়াল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক : কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। আজ সেভিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগে ড্র করলেই কোয়ারর্টার নিশ্চিত হত স্প্যানিশ জায়ান্টদের। শেষ পর্যন্ত সেটাই হল।

শুক্রবার সেভিয়ার বিপক্ষে ড্র নিয়ে শেষ আট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ৩-৩ গোলে ড্র হয়েছে দুই দলের লড়াই। ফলে ৬-৩ গোলের জয়ে শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেল সার্জিও রামোস, করিম বেনজামারা। তবে ম্যাচে শেষ মুহুর্তের গোলে পরাজয় এড়ায় স্প্যানিশ লিগের সবচেয়ে সফলতম দলটি।

নির্ধারিত ৯০ মিনিটে ৩-২ গোলে এগিয়ে ছিল সেভিয়া। রেফারী ৩ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। যোগ হওয়া সময়ে গোল করেন ফ্রান্সের তারকা করিম বেনজামা। এ ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। গত আসরে বার্সেলোনা সর্বোচ্চ ৩৯ ম্যাচ অপরাজিত ছিল।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। ব্রাজিলের ডানিলো লুইজ ডি সিলভার ভুলে গোলের স্বাদ পায় সেভিয়া। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে সমতায় ফিরে রিয়াল। মার্কো উইলিমসেনের গোলে বিরতির পর গোলের দেখা পায় জিনেদিন জিদানের শিষ্যরা। তবে ৫ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় সেভিয়া। অভিষিক্ত স্টিভান জোভটিকের গোলে লিড নেয় সেভিয়া। ৭৭ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান ভেসেন্তে ডি লা ফন্তে। গোল করে সেভিয়াকে তৃতীয় গোলের স্বাদ দেন স্পেনের এ মিডফিল্ডার।

এরপরই শুরু হয় রিয়াল মাদ্রিদের মূল লড়াই। ৮৩ মিনিটে ব্রাজিলের ক্যাসিমিরোকে ডি বক্সের ভিতরে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় রিয়াল। আর্মব্যান্ড পড়া সার্জিও রামোস লক্ষ্যভেদ করতে ভুল করেননি। নির্ধারিত সময়ের লড়াইয়ে কোনো দল গোল পায়নি। যোগ হওয়া সময়ে বদলি হিসেবে নামা বেনজামার দূর্দান্ত গোলে পরাজয় এড়ায় রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও শেষ দশ মিনিটে হার মানতে হয় সেভিয়াকে।