সব কৃতিত্ব বোলারদের : মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : বরিশাল বুলসের বিপক্ষে জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলে রোববার দিনের একমাত্র ম্যাচে বরিশালকে ১৯ রানে হারায় খুলনা। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নামা বরিশালকে ১২৯ রানে অলআউট করে দেন খুলনার বোলাররা।

তাতে বড় অবদান পেসার শফিউল ইসলামের। তিনি ৩.৩ ওভারে মাত্র ১৭ রান খরচায় নেন ৪ উইকেট। জুনাইদ খান ও মোশাররফ হোসেন রুবেল ২টি করে এবং মাহমুদউল্লাহ ও কেভন কুপার নেন ১টি করে উইকেট।

খুলনার পঞ্চম জয়ে তৃতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন ব্যাট হাতে ২৬ বলে ৪৪ করা মাহমুদউল্লাহ। সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে বরিশাল অধিনায়ক বলেন, ‘অবশ্যই খুশি। সব কৃতিত্ব বোলারদের। সবাই পরিকল্পনা মতো বোলিং করেছে।’

খুলনার টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব একটা রান পাচ্ছেন না। টপ অর্ডারে উন্নতি চান মাহমুদউল্লাহ, ‘টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যা আছে। আশা করছি তারা উন্নতি করবে।’

দারুণ বোলিং করা শফিউলকে প্রশংসায় ভাসালেন বরিশাল অধিনায়ক, ‘শফিউলের কাছ থেকে যা চাচ্ছিলাম, সে তাই করেছে। সে আক্রমণাত্মক খেলেছে।’