সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় স্পিনার অশ্বীন

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বীন। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি।

মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট পেয়েছেন অশ্বিন। এই ছয় উইকেটের মধ্য দিয়ে টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বল হাতে প্রথম ইনিংসেই পাঁচের অধিক উইকেট নিয়ে ভারতের কিংবদন্তী বোলার কপিল দেবকে ছুঁয়েছেন অশ্বিন।

ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের শুরুতেই ছয় উইকেট নেওয়ায় টেস্ট ক্যারিয়ারে ২৩ বার পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন অশ্বিন। এর মধ্য দিয়ে কপিল দেবের (২৩) রেকর্ড ছুলেন ত্রিশ বছর বয়সী  এ অফস্পিনার।

ভারতের হয়ে যৌথভাবে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে তৃতীয় সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন। সবচেয়ে ৩৫ বার এমন কীর্তি দেখিয়েছিলেন অনিল কুম্বলে। এর পরেই রয়েছেন আরেক সাবেক স্পিন তারকা হরভজন সিং (২৫)।

তবে টেস্টে সর্বোচ্চ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি ভারতের বর্তমান কোচ অনীল কুম্বলের দখলে।  টেস্টে সর্বোচ্চ ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ২৫ বার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হরভাজন সিং।  কিংবদন্তি লেগস্পিনার কম্বুলে ১৩২ টেস্টে ৬১৯টি উইকেট দখল করেন। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং।