সাতক্ষীরায় এক গৃহবধুর মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আজমিরা পারভিন নামের এক গৃহবধুর মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহনন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পলাশপোল এলাকায় ভাড়া বাসায় এই মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া গেছে। গৃহবধুর স্বামী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) উপ-পরিচালক পদে কর্মরত। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, আজমিরা পারভিন (৪৫) মানসিক রোগী হওয়ায় সকালের দিকে তাকে ঘরে রেখে বাইরে থেকে তালা দিয়ে স্বামী মোজাম্মেল হক বাজারে যান। এ সময় বাসায় আর কেউ ছিলেন না। বাজার করে এসে তিনি জানালা দিয়ে দেখতে পান আজমিরা পারভিন ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন।

ওসি বলেন, ‘আজমিরা পারভিনের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আজমিরা মানসিক রোগী ছিলেন। সম্প্রতি তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।