সাব্বির-তাইজুল-শফিউলে কোচের আস্থা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম টেস্ট জিততে ৩৩ রান প্রয়োজন বাংলাদেশের। হাতে আছে মাত্র ২ উইকেট। সাব্বির রহমান ৫৯ ও তাইজুল ১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তাদের পর ব্যাটিংয়ে আছেন শফিউল ইসলাম।

প্রতিষ্ঠিত ব্যাটসম্যান সাব্বির রহমান নিজের অভিষেকেই দায়িত্বশীল ও ধৈর্যশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন। বাজে বল করেছেন শাসন, পাশাপাশি ভালো বল সমীহ করেছেন। পাশাপাশি পড়ন্ত বিকেলে তাইজুল নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১১ রান যোগ করেছেন।

শেষ দিনে বাংলাদেশ কি ব্রিটিশ সাম্রাজ্যে হানা দিতে পারবে? কোচ চন্ডিকা হাথুরুসিংহে তিন শিষ্যর উপর ভরসা রাখছেন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সবাই জিততে মুখিয়ে আছে। আমরা সবাই চাচ্ছিলাম যে প্রতিষ্ঠিত কোনো ব্যাটসম্যান দিনের শেষ পর্যন্ত ক্রিজে থাকুক। আমরা খুশি যে সাব্বির আছে। তাইজুল-শফিউল ব্যাট করতে পারে। তবে এ উইকেটে ব্যাটিং করা কঠিন। আমাদেরকে বলের মেরিট অনুযায়ী খেলতে হবে। ভালো বল ছেড়ে পরবর্তী বল খেল’ এটাই আমার মেসেজ।’

বাংলাদেশের একমাত্র অভিষিক্ত খেলোয়াড় হিসেবে সাব্বির রহমান চতুর্থ ইনিংসে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ব্যাটিংয়ে আগ্রাসন যেমন দেখিয়েছেন ঠিক তেমনই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। অভিষিক্ত এ ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ কোচ। প্রশংসা করে বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি সন্তুষ্ট। তার উপর বেশ চাপ ছিল। ওটা মাথায় নিয়েই ভালো করেছে। আমার দেখা ক্রিকেটের সবচেয়ে কঠিন উইকেটে প্রায় পুরোদিন ব্যাটিং করেছে ও। শুধু সাব্বির না ইমরুল, তামিমদেরও শুভেচ্ছা। তাদের ৯ কিংবা অন্য রান আমার কাছে ৫০ রানের মতই গুরুত্বপূর্ণ।’