সিপিএল খেলছেন না ক্রিস গেইল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলছেন না ক্রিস গেইল।

বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

টি-টোয়েন্টির চেয়েও ক্ষুদ্রতর ভার্সনের একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬০ বল করে হবে এই ক্রিকেটের ইনিংসের ব্যাপ্তি।

ওয়েস্ট ইন্ডিজের এই নতুন টুর্নামেন্টকে তাই ডাকা হচ্ছে দ্য সিক্সটি। আর এই টুর্নামেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডরের গুরুদায়িত্ব পেয়েছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। টুর্নামেন্টটি সফল করতে নিজের সর্বোচ্চটা দিতে চান তিনি। তাই নিজেকে সরিয়ে নিয়েছেন সিপিএলের এবারের আসর থেকে।

ছয়টি পুরুষ দল ও তিনটি নারী দল নিয়ে আয়োজন করা হচ্ছে সিক্সটি। আর এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে গেইলের নামেই -‘ইউনিভার্স বস’। বিষয়টি নিয়ে আপ্লুত এই ক্যারিবিয়ান। তাই টুর্নামেন্টটিকে কীভাবে জনপ্রিয় ও সার্থক করে তোলা যায় তার দিকেই তার পূর্ণ মনোযোগ।