সুযোগ থাকলে রান নেওয়ার পরিকল্পনা ছিল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : চতুর্থ দিন শেষে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘দেখেশুনে ১০-১৫ ওভার ঠিকমতো খেলতে পারলে লক্ষ্য তাড়ায় এগিয়ে যাবে বাংলাদেশ।’

পঞ্চম দিনে একই পরিকল্পনায় ছিল বাংলাদেশ। সাব্বির রহমান ও তাইজুল ইসলামকে সুযোগ থাকলে রান নেওয়ার পরিকল্পনা দেওয়া হয়েছিল।

কামরুল ইসলাম রাব্বি আউট হওয়ার পর চতুর্থ দিন পড়ন্ত বিকেলে মাঠে আসেন তাইজুল ইসলাম। সাব্বির রহমানকে সঙ্গ দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১ রানও করেন লেট অর্ডার ব্যাটসম্যান।

পঞ্চম দিন তাই তার ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। আস্থার প্রতিদানও দেন তিনি। পঞ্চম দিন স্টোকসের বলে একমাত্র বাউন্ডারিটিও আসে তাইজুলের ব্যাট থেকে।

কিন্তু সেই স্টোকসের বলেই সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর শফিউল ইসলাম আউট হওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি সাব্বির রহমান।

পঞ্চম দিনের ব্যাটিং পরিকল্পনা নিয়ে ম্যাচ শেষে মুশফিকুর রহিম বলেন, সাব্বির তো আর একাই ৩৩ রান করতে পারবে না! তাইজুল বেশি খারাপ খেলে না! ওরা দুই দিক থেকেই পেস ব্যবহার করেছে। সাব্বির বাড়তি ঝুঁকি নিতে গিয়ে যদি আউট হত? তাহলে তো খেলা আরো আগেই শেষ হত। পরিকল্পনা ছিল তাইজুল একদিক থেকে সাপোর্ট দিয়ে যাবে, অন্যদিকে সাব্বির রানগুলো নেবে। গতকাল শেষ দিকে তাইজুল খুব ভালো খেলছিল, আজও শুরুটা খুব ভালো করেছিল। এই জন্য এই সিদ্ধান্ত হয়েছিল যে যদি রানের সুযোগ থাকে তাহলে রান নিয়ে নেওয়া।’

লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে কোনো চিন্তা নেই মুশফিকের। মুশফিক বলেছেন, ‘৩৩ রানে দুই উইকেট অনেক কঠিন সমীকরণ। এটা ম্যাচ ৯০ শতাংশ ওদের (ইংল্যান্ড) দিকেই হেলে গেছে। ওদের ১১ জনেরই প্রথম শ্রেণির ক্রিকেটে শতক রয়েছে। আমাদের টেল এন্ড এমন কেউ নেই যার প্রথম শ্রেণির ক্রিকেটে শতক আছে। আর শতক থাকলেও ওদের প্রথম শ্রেণির ক্রিকেটে শতক আর আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে শতকের মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। যেটা হয়েছে, যতটুকু হয়েছে ততটুকুতে আমরা সন্তুষ্ট।’