হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ মামলা, আটক ৬

জেলা প্রতিবেদকঃ হেফাজতে ইসলামের হরতালের দিনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হবিগঞ্জে ২৩ জনের নাম উল্লেখ্য করে মামলা করা হয়েছে।

রবিবার (২৮ মার্চ) বিকেলে হবিগঞ্জে সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই ঘটনা এখন পর্যন্ত আটক ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাসুক আলী মামলার বিষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৭ মার্চ) পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে হামলার সঙ্গে চারজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ছাড়া পাওয়া চারজন হলেন-সাবেক পৌর মেয়র জি কে গউছের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরিয়া প্রীতম ও ভাতিজা আদনান ফারহাদ রাফিদ এবং দুজন হিন্দু শ্রমিক।

জি কে গউছের ভাই জি কে গফ্ফারসহ বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।