হরিপুরে কুড়ালের কোপে ধান ব্যবসায়ীর মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী  বাজারে  ৩১-১- ২০২৩ ইং তারিখে সন্ধ্যা ৫,৩০ মিনিটে কুড়ালের কোপে  মনসুর আলী(৪৫) নামে একজন ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারী ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মনসুর আলী দিনাজপুর জেলার  বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর গ্রামের বাসিন্দা ।তার পিতার নাম তসির উদ্দীন।তিনি একজন  ধান চাল ব্যবসায়ী।অপরদিকে আটক আব্দুল খালেক টেংরিয়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

পুলিশ জানায় , মঙ্গলবার বিকেলে পার্শবর্তী বিরল উপজেলার ধান ব্যবসায়ী মুনসুর আলী  ধান ক্রয়ের  জন্য কাঠালডাঙ্গী বাজারে আসে।এসময় তিনি একটি চা দোকানে বসে চা পান করছিলেন।ঐসময়  খালেক নামে এক  ব্যক্তি একটি কুড়াল দিয়ে অকস্মাৎ মনসুরের মাথায় জোরে কোপ মারে।এতে ঘটনাস্থলেই মারা যায় মনসুর আলী ।খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং হত্যাকারী ব্যক্তিকে জনতার রুদ্র রোষ থেকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় মামলা  হয়েছে।আটক হত্যাকারীকে জিজ্ঞাসাবাদ চলছে।