হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক :  বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে মাউন্ট মঙ্গুনুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৭ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল কিউইরা।

স্কোর: বাংলাদেশ ১৪৮/১০ (১৮.১ ওভার)

নিউজিল্যান্ড ১৯৫/৭ (২০ ওভার)

ম্যান অব দ্যা ম্যাচ: কলিন মানরো

 

সাব্বির রহমানও সাজঘরে: ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটে প্রতিরোধ পায় বাংলাদেশ। ৬৮ রান যোগ করেন তারা। কিন্তু ১৪ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন এ দুই ব্যাটসম্যান। সৌম্য সরকারের পর সাব্বির রহমান ব্যক্তিগত ৪৮ রানে ইশ শোধীর বলে লং অফে ক্যাচ দেন। ৩২ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন সাব্বির।

 

সৌম্যর ব্যাটে রান: ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া সৌম্য সরকারকে বারবার সুযোগ দিয়ে আসছিল টিম ম্যানেজম্যান্ট। বিশ্বাস ছিল,‘সৌম্য বড় কিছু করে দেখাবেন’। শুক্রবার এমন দিনটি এসেছে সৌম্যর। বড় ইনিংস খেলতে না পারলেও দলের প্রয়োজন মিটিয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় আউট হওয়ার আগে সৌম্য স্কোরবোর্ডে যোগ করেছেন ৩৯ রান।

 

শতরান পেরিয়ে বাংলাদেশ:  ১০.৩ ওভারে শতরানের দেখা পেয়েছে বাংলাদেশ।  এ প্রতিবেদন লিখা পর্যন্ত সাব্বির রহমান ৪২ ও সৌম্য সরকার ৩৫ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৫৭ বলে বাংলাদেশের প্রয়োজন ৯৬ রান।

 

ইশ শোধীর ওভারে: লেগ স্পিনার ইশ শোধীর করা প্রথম ওভারে ১৬ রান তুললেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। দুজনই একটি করে ছক্কা হাঁকিয়েছেন এ ওভারে।  

 

সাকিব সাজঘরে: ফিল্ডারকে ক্যাচ প্র্যাকটিস করালেন সাকিব আল হাসান!  বেন উইলারের বলে কভার পয়েন্টে জেমস নিশামের হাতে ক্যাচ তুলে দেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ১ রানেই শেষ সাকিবের প্রতিরোধ।

 

রান আউটে তামিমের বিদায়: সাব্বির রহমানের ডাক শুনতে পাননি তামিম! সাব্বির রহমানের দিকে না তাকিয়ে প্রান্ত বদলের চেষ্টায় ছিলেন তামিম। ফলাফল রান আউট। বোলার গ্রান্ডহোম প্রথম প্রচেষ্টায় স্ট্যাম্প ভাঙতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। দেশ সেরা ওপেনার তামিমের ইনিংসটি থেমে যায় ১৩ রানে।

 

হতাশ করলেন ইমরুল: স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই আউট ইমরুল কায়েস।  মিচেল স্যান্টনারের বলে ডিপ মিড উইকেটে টম ব্রুছের হাতে ক্যাচ দেন ইমরুল। স্লগ সুইপ খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন পুরো সফরে রান খরায় ভুগতে থাকা ইমরুল।

 

টম ব্রুছের হাফ সেঞ্চুরি: ৪৬ রানে কোরি অ্যান্ডারসনের বিদায়ের পর ক্রিজে আসেন টম ব্রুছ। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। চতুর্থ উইকেটে কলিন মানরোকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন ব্রুছ। ৩৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংসটি সাজান ব্রুছ।

 

রুবেলের জোড়া আঘাত: প্রথম ২ ওভারে ২৪ রান খরচ করে কোনো সাফল্য পাননি রুবেল হোসেন। তৃতীয় ওভারে ফিরে এসে রুবেল কিউই শিবিরে জোড়া আঘাত করেন। সেঞ্চুরিয়ান কলিন মানরোকে ১০১ রানে সাজঘরে ফেরত পাঠানোর পর কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করেন রুবেল। ৫২ বলে সেঞ্চুরি করা মানরো এক বল পর রুবেলের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন। ৫৪ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন মানরো।   

 

৫২ বলে মানরোর সেঞ্চুরি: ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন কলিন মানরো। ৫২ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি তার প্রথম সেঞ্চুরি। তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মানরো। ৭ চার ও ৭ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

 

মাহমুদউল্লাহর এক ওভারে ২৮: মাহমুদউল্লাহ রিয়াদের এক ওভারে ২৮ রান তুলেছেন কলিন মানরো। ৩ ছয়, ২ চার ও ১ ডাবলসে মাহমুদউল্লাহর করা ১৩তম ওভারে ঝড় তুলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ২ ওভারে মাহমুদউল্লাহ খরচ করেছেন ৩২ রান।

 

প্রথম ওভারে সাকিব, মোসাদ্দেকের উইকেট: বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেটের স্বাদ পেয়েছেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। পঞ্চম ওভারে সাকিব আউট করেন স্বাগতিক শিবিরের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এগিয়ে এসে মারতে গিয়ে লং অনে তামিমের হাতে ক্যাচ দেন ১২ রান করা উইলিয়ামসন। পরের ওভারে মোসাদ্দেক বোল্ড করেন কোরি অ্যান্ডারসনকে (৪)।

 

নো বলে শুরু মুস্তাফিজের: চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মুর্তজা। নো বলে বোলিং শুরু করেন বাঁহাতি এ পেসার। ফ্রি হিটে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়িামসন বাউন্ডারি আদায় করেন।  

 

 

প্রথম বলে মাশরাফির উইকেট: নিউজিল্যান্ড শিবিরে প্রথম ওভারেই আঘাত করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইকেট রক্ষক ব্যাটসম্যান লুক রনকি মাশরাফির অফস্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন। পয়েন্টে থাকা মোসাদ্দেকের বল তালুবন্দি করতে কোনো বেগ পেতে হয়নি।

 

টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাউন্ট মঙ্গুনুইয়ে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বিটিভি।

 

একাদশে পরিবর্তন: বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। নিউজিল্যান্ড একাদশে তিন পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে নেই নেইল ব্রুম। প্রথম ম্যাচে অভিষেক হওয়া ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনকে আজ একাদশের বাইরে রাখা হয়েছে। দলে এসেছেন জিমি নিশাম, ইশ শোধী ও ট্রেন্ট বোল্ট।

 

সিরিজ: এই ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজ হারলেই ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে মাশরাফিবাহিনী।