১৫ দিনেও বাড়ি ফেরেনি বিথী

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পরীক্ষার ফল আনতে গিয়ে ১৫ দিন পার হলেও বাড়ি ফেরেনি বিথী বিশ্বাস (১৫) নামের এক স্কুলছাত্রী। সে সদরের জাগলা হেলাল উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বিথীর বাবা শুধাংশু বিশ্বাসের দাবি, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করায় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শুধাংশু জানান, বিথী এ বছর নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়। গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিথী পরীক্ষার ফলাফল জানতে বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি।

এই ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী আজমপুর গ্রামের বাচ্চু মোল্যার ছেলে আকাশ হোসেন ও তার বন্ধুরা স্কুলে আসা-যাওয়ার পথে বীথিকে উত্যক্ত করতো। বিষয়টি আকাশের বাবাকে জানানো হয়। এতে আকাশ ক্ষিপ্ত হয়ে ওই দিন স্কুল থেকে ফেরার পথে বিথীকে তুলে নিয়ে যায়।

জাগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হোসেন জানান, বিথীর বাবা এ বিষয়ে তাকে কিছু জানায়নি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে এম আজমল হুদা জানান, এ ঘটনা মামলা হয়েছে। তদন্ত চলছে।

এদিকে অভিযুক্ত আকাশের বাড়িতে গিয়ে জানা যায়, মামলার আসামি অভিযুক্ত আকাশ, তার ভাই জুয়েল রানা এবং তার বাবা বাচ্চু মোল্যা পলাতক রয়েছে। আর বাচ্চু মোল্যার স্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।