২০ জনের পুলে ডাক পেয়েছিলেন চার নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ২০ জনের পুলে ডাক পেয়েছিলেন চার নতুন মুখ। তাদের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। অপেক্ষায় থাকতে হচ্ছে মেহেদী হাসান মিরাজ, আলাউদ্দীন বাবু ও শুভাষিস রায়কে।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ১৩ জনের দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

এর আগে টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডারের।

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স ২০ বছর বয়সি এ ডানহাতি ক্রিকেটারের জন্য ওয়ানডে দলের দ্বার উন্মোচন করেছে। আবাহনীর হয়ে ১৪ ইনিংসে ৬২২ রান করেছেন মোসাদ্দেক। দলকে এক হাতে চ্যাম্পিয়ন করিয়েছেন যুব ক্রিকেটার। শুধু ব্যাটিংয়ে না বোলিংয়েও পেয়েছেন ১৫ উইকেট।

প্রিমিয়ার লিগই নয় জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্স করায় মোসাদ্দেককে বেছে নিয়েছেন নির্বাচকরা।