২৩টি কুকুর নিরাপত্তা দেবে

ক্রীড়া ডেস্ক : ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ আজ দুপুরে পুনেতে অনুষ্ঠিত হবে। পুনের স্টেডিয়ামটিতে ২৩টি কুকুর নিরাপত্তা দেবে। জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

শনিবারই স্টেডিয়ামে নিরাপত্তা দিয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো। ভারতের অধিনায়ক বিরাট কোহলি আবার কুকুরগুলোর কাছে গিয়ে খাতির করেছেন!

এ নিয়ে তৃতীয়বারের মত ভারতে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকছে কুকুর। আইপিএলে এবং ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কুকুরগুলোকে দিয়ে বিশেষ নিরাপত্তা দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। থার্ড আই সিকিউরিটি ফার্মের থেকে কুকুরগুলোকে ভাড়া করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

প্রতিষ্ঠানটির মালিক কিশোর নাওয়ার জানিয়েছেন,‘বর্তমানে ভারতে নিরাপত্তার কাজে অনেক কুকুর ব্যবহার করা হচ্ছে।  কুকুরগুলো উচ্চমাত্রায় প্রশিক্ষণপ্রাপ্ত ও মাঠে ঢুকে পড়া থেকে দর্শকদের বিরত থাকে।’