২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হেরাথ

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট নিয়ে এ ল্যান্ডমার্কে পৌঁছেছেন হেরাথ। পঞ্চম স্পিনার হিসেবে হেরাথ ঘরের মাঠে ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

ঘরের মাঠে সবথেকে বেশি উইকেট নিয়েছেন হেরাথের প্রাক্তন সতীর্থ মুত্তিয়া মুরালিধরন। ৭৩ ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে ৪৯৩ উইকেট নিয়েছেন মুরালিধরন। ভারতের অনিল কুম্বলে ৩৫০, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ৩১৯, ভারতের হরভাজন সিং ২৬৫ উইকেট পেয়েছেন।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৮১ ম্যাচে হেরাথের উইকেট ৩৭৬টি। নামের পাশে ৩৭৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বোতে মাঠে নেমেছিলেন ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার। দিনের শুরুতেই হেরাথ লঙ্কানদের সাফল্য এনে দেন। বোল্ড করেন চাকাবাকে (১২)। এরপর হ্যামিলটন মাসাকাদজারও (১৯) উইকেট নেন । মধ্যাহ্ন বিরতির পর হেরাথের তৃতীয় শিকারে পরিণত হন সিকান্দার রাজা। ৩৬ রানে এলবিডাব্লিউ হন সিকান্দার।