উলিপুরে পুলিশের ভয়ে ১০মাস পালিয়ে থাকা হত্যা মামলার আসামী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১০ মাস পালিয়ে থাকা হত্যা মামলার প্রধান আসামী আলম বাদশা(৩০)কে আটক করেছে পুলিশ। আটক আলম বাদশা উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায়(মিয়াজীপাড়া) এলাকার সরজ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর গা-ঢাকা দেয় আলম বাদশা। বিভিন্ন জায়গায় ছদ্মনাম ব্যবহার করে বসবাস করছিলো। বুধবার(২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের সহযোগিতায় মোগলবাসা এলাকা থেকে আলম বাদশা(৩০)কে আটক করে উলিপুর থানা পুলিশ।
জানা গেছে, গত বছরের ৮ই আগষ্ট উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায়(মিয়াজীপাড়া) এলাকায় নিজ বাড়ীতে অভিযুক্ত আলম বাদশা তার স্ত্রী শিউলী বেগমকে বেধড়ক মারপিট শুরু করে, এসময় তার আত্মচিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির জয়গুন বেগম(৪০) এসে মারপিটে বাঁধা দেয়। এসময় তাকেও এলোপাতারি মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় চিকিৎসক দ্বারা মাথায় ৭টি সেলাই দিলেও মারা যান জয়গুন বেগম। পরে এ ঘটনায় জয়গুন বেগমের ছেলে জাইদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।