কাহালুতে লকডাউনে জনসাধারণের সুবিধার্থে ওএম কার্যক্রমের উদ্বোধন

ফাহিম আহম্মেদ রিয়াদ, কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঈদ পরবর্তী ১৪ দিনের লকডাউনে জনসাধারণের সুবিধার্থে ওএম কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।

রবিবার সকালে কাহালু পৌর এলাকায় করোনাকালীন সময়ে সাধারণ জনগনের সুবিধার্থে খোলা বাজারে ওএমএস এর চাউল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সালাউদ্দীন ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পরিতোষ কুমার, কাহালু খাদ্য গুদাম কর্মকর্তা রকিবুল ইসলামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, প্রতিজন ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাউল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।