কিশোরগঞ্জে আবাদি জমিতে গর্ত করে বালু চুরির ঘটনায় মামলা

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে স্কেভেটর দিয়ে আবাদি জমিতে গর্ত করে ৫ লাখ টাকার বালু চুরির অভিযোগ উঠেছে একটি বালু খেকো চক্রের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার রাতে নর্থ পল্ট্রি ফার্মের ম্যানেজার মোতাওয়াক্কেল বিল্লা ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের মাছুয়াপাড়া ও কাছারীপাড়া এলাকায় পল্ট্রি ফার্মের ৮ একর ৭৮ শতক আবাদি জমি রয়েছে। ওই এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আতাউর রহমান আতা ও তার লোকজন স্কেভেটর মেশিন দিয়ে জমিতে গর্ত করে বালু উত্তোলন করে বিক্রি করেন। বুধবার বিকালে কোম্পানীর জমির বালু ৪টি ড্রামট্রাকে করে পাচারকালে মামলার বাদী ঘটনাস্থলে গিয়ে নিষেধ করায় আসামিরা তাকে মারধর করে জীবন নাশের হুমকি দেন।

এব্যাপারে অভিযুক্ত আতাউর রহমান আতা ওই ফার্মের জমি থেকে বালু নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, আমাকে হ্যারাজেমেন্ট করার জন্য তারা আমার বিরুদ্ধে মামলা করেছেন। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।