কুমিল্লায় কাউন্সিলরকে গুলি করে হত্যা: ২১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

তিনি বলেন, নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সোমবার বিকেল ৪টার দিকে পাথুরীয়াপাড়ায় নিজ কার্যালয়ে বসে কথা বলছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল। এ সময় আফিসে ঢুকে তাকে গুলি করে মুখোশ পরা একদল দুর্বৃত্ত। এতে কাউন্সিলর সোহেল মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন হরিপদ সাহা, আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ করতে করতে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করান।