কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানি প্রবেশ করছে নতুন নতুন এলাকায়।

পানিতে তলিয়ে গেছে চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দেড় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষের ঘর-বাড়ি।

এসব এলাকার গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নিম্নাঞ্চলের মানুষজন গত তিনদিন ধরে পানিবন্দি থাকায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকটে পড়েছে অনেকেই। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনো কোনো সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা শুরু হয়নি।

ব্রহ্মপুত্রের অববাহিকার চর যাত্রাপুর ইউনিয়নের নজির হোসেন বলেন, গত তিন দিন ধরে পানিতে পড়ে আছি। বাড়িতে এক কোমর পানি। কোনো রকমে চৌকির নিচে ইট দিয়ে উঁচু করে দিন পার করছি। এ অবস্থায় রান্নাবাড়াও ঠিক মতো করতে পারছি না। ঘরে খাবারও মজুদ নেই।

একই এলাকার শাহেরা খাতুন বলেন, ঘরে পানি ওঠায় ছোট ছোট বাচ্চা ও হাঁস মুরগী নিয়ে বিপদে আছি। বাইরে বের হতে পারছি না। খাওয়ার পানির অভাব, খাবারের অভাবে আছি।

চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গওছল হক মন্ডল বলেন, আমার ইউনিয়নের প্রায় ৬০ ভাগ মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। সেই সঙ্গে কড়াই বরিশাল, মনতলা, শাখাহাতি এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পাঠালেও এখনো কোনো ত্রাণ পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, জেলার নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করলেও বন্যা পরিস্থিতির এখনো সৃষ্টি হয়নি। বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য মেডিক্যাল টিমসহ আমাদের সব রকমের প্রস্তুতি নেওয়া আছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু পয়েন্টে ধরলার পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।