খানসামায় বিদ্যুৎ বিভ্রাট গরমে জনজীবন অতিষ্ঠ

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলায় প্রতিদিন,দিন-রাত ৩-৪ বার বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং দেখা যায়।এতে ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ শতভাগ বিদ্যুতায়িত উপজেলা খানসামাকে ঘোষনার পর সাইনবোর্ড আত্রাই সেতুর পূর্ব পাড়ে জনগনের চোখে দৃশ্যমান হলেও বাস্তবতায় কোন মিল নেই।

এতে এলাকার নাগরিক সমাজ ওই সাইনবোর্ড কতৃপক্ষকে ঢেকে রাখার দাবি জানান।স্কুল খুলে দেখার পর ছাত্র-ছাত্রীরা সন্ধের সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এর মধ্যে বিদ্যুৎ চলে গেলে পরে আর লেখাপড়ায় ছেলে-মেয়েদের মন বসতে চায় না। অফিস,বাসাবাড়ি,স্কুল-কলেজ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলো কাজ কর্ম ব্যহত হয় বিদ্যুৎ অভাবে।জনগণ যথা সময়ে কাজ করতে না পারায় হয়রানির শিকার হন প্রতিনিয়ত।