জেলাপরিষদ নির্বাচন,আ‘লীগ প্রার্থীর প্রস্তাবকারী বিএনপি ইউনিয়ন সেক্রেটারি

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধ : আসন্ন লালমনিরহাট জেলা পরিষদ নিবার্চন বিএনপি দলীয়ভাবে বয়কট করলেও সেই নির্বাচনে সদস্য প্রার্থী এক আ‘লীগের নেতার প্রকাশ্যে পক্ষ নিয়েছেন এক বিএনপি নেতা।নিবার্চনে লালমনিরহাট ৬ নং ওয়ার্ড সদস্য প্রার্থী ও হাতীবান্ধা উপজেলা আ‘লীগে যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিংহের মনোনয়পত্রে প্রস্তাবকারী হিসেবে নিজের নাম লিখেছেন টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফ আলী। এমন কি দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি আ’লীগ নেতার সাথে দিনরাত কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
আ’লীগ নেতার পক্ষে প্রকাশ্যে বিএনপি নেতার প্রস্তাবকারী হওয়ার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড়। এর আগেও আশরাফ আলী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। উপজেলা ও ইউপি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর বিপক্ষে আ’লীগ প্রার্থীর পক্ষে কাজ করে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছিলেন। দলীয় সিদ্ধান্তের বাহিরে তার এমন কাজ করার জন্য অনেকেই তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।নাম প্রকাশ না করার শর্তে বিএনপির অনেক নেতাকর্মী বলেন- আশরাফ আলী নামেই বিএনপি। তার কাজকর্ম, চলাফেরা সবই আ’লীগের সাথেই। যেখানে হাতীবান্ধা উপজেলা আ’লীগ কর্তৃক বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। সেখানে বিএনপির গ্রুত্বপুর্ন পদে থেকেও তার নামে একটিও মামলা নেই। এই সমস্থ সুবিধাবাদী আ’লীগ পন্থী দালালের কারনে বিএনপির আজকে এতই অধঃপতন।
জেলা নিবার্চন অফিস সুত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের ৪১ জন ভোটার নিয়ে জেলা পরিষদ নিবার্চনের ৬ নং ওর্য়াড গঠিত।
এতে উপজেলা আ‘লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু দিলীপ কুমার সিংহসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নিবার্চনী নিয়মানুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের সময় দুইজন ইউ,পি মেম্বারকে প্রস্তাবকারী আর সমর্থনকারী হিসেবে সাক্ষর করতে হবে।
আ’লীগের ৩জন সদস্য প্রার্থী হওয়ায় তার মনোনয়ন পত্রে আ’লীগের কোন মেম্বার প্রকাশ্যে সাক্ষর করেনি। কিন্তু টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউ,পি মেম্বার আশরাফ আলী প্রকাশ্যেই তার প্রস্তাবকারী হন। আর সমর্থনকারী হন এছলাম নামের অপর এক মেম্বার।
নিবার্চনী প্রতিক হিসেবে তালা মার্কা পেয়েছেন আ‘লীগ নেতা দিলীপ কুমার সিংহ। আর তার সাথে মাঠ চষে বেড়াচ্ছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফ আলী। যিনি প্রায় এক যুগ ধরে টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদকের দায়িত্ব পালন করার পর বর্তমানে সদস্য সচিব হিসেবে দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।তবে আ‘লীগ বিএনপি‘র গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের জেলা পরিষদ নিবার্চনে এমন সখ্যতা দেখে ভোটারদের মাঝেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপি নেতা হিসেবে আ‘লীগ নেতার প্রস্তাবকারী হওয়ার বিষয়টি কোন অবস্থায় মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা।
জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে দলীয় শৃংখলা ভেঙে জেলা পরিষদ নিবার্চনে আ‘লীগের সদস্য প্রার্থীর প্রস্তাবকারী হওয়ার ঘটনায় আমরা সবাই হতবাক ও ক্ষুদ্ধ। তাই এই মুহুর্তে তাকে ( আশরাফ আলী) নিয়ে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি।বিএনপি নেতা আশরাফ আলী বলেন, আমি তো আ‘লীগে যোগ দেইনি। একজন ইউ,পি সদস্য হিসেবে জেলা পরিষদ নিবার্চনের প্রার্থী দিলীপ বাবুর প্রস্তাবকারী হয়েছি মাত্র।জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী দিলীপ কুমার সিংহ সাংবাদিকরে জানিয়েছেন, নির্বাচনে ভোটারদের মধ্যে যে কেউ তার প্রস্তাবকারী হতে পারেন। কিন্তু উপজেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে বিএনপি নেতাকে সমর্থনকারী হিসেবে বেছে নেয়া দলের জন্য নেতিবাচক কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশরাফ আলী আজ না হয় বিএনপি করছেন, কিন্তু ভবিষ্যতে তো তিনি আ‘লীগে যোগ দিতে পারেন।