টেস্ট বাঁচানোর লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হায়দরাবাদ টেস্ট বাঁচানোর লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ।

স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৫/৪ (লক্ষ্য ৪৫৯)
ব্যাটিং: মুশফিকুর রহিম (১৭), মাহমুদউল্লাহ (৪১)
আউট: সাকিব আল হাসান (২২), মুমিনুল হক (২৭), সৌম্য সরকার (৪২), তামিম ইকবাল (৩)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৮
ভারত প্রথম ইনিংস: ৬৮৭/৬ (ডিক্লেয়ার)
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫৯/৪ (ডিক্লেয়ার)

মুশফিক-মাহমুদউল্লাহর প্রতিরোধ: দিনের তৃতীয় ওভারে সাকিব আল হাসানকে হারিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে জুটি বেঁধেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এ পর্যন্ত স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করেছেন তারা।

পরিসংখ্যান: ভারতের বিপক্ষে এ ম্যাচের আগে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৬টি টেস্টই জিতেছে ভারত। বৃষ্টির সৌজন্যে ২টি টেস্ট ড্র হয়েছে।
‘আবারও সাকিব’: রবীন্দ্র জাদেজার বলটি প্রত্যাশার থেকে একটু বেশি টার্ন ও বাউন্স করেছিল। শেষ পর্যন্ত বলের উপর চোখ রাখলে জাদেজার বল ঠিকমত খেলতে পারতেন সাকিব। কিন্তু পারলেন না। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজের উইকেট বিলিয়ে আসলেন সাকিব। ২১ রানে অপরাজিত থাকা সাকিব পঞ্চম দিন ১ রান যোগ করে সাজঘরে ফিরেন। দিনের তৃতীয় ওভারেই সাফল্য পেল ভারত।

ড্র করতে পারবে বাংলাদেশ? ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান। ড্র করতে হলে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে উইকেটে ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।