ট্রাক-ট্রেন সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে চলাচল স্বাভাবিক

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেটে ট্রাক ও ট্রেনের মধ্যে দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। টানা সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৯টার দিকে আবারও রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে, এ সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করার সময় গেট ভেঙে একটি মিনিট্রাক রেললাইনে ঢুকে যায়। এ সময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্কা দিয়ে টেনে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে যায়।

এ দুর্ঘটনার পর থেকে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এতে করে নাটোর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত পাঁচটি আন্তঃনগর ট্রেন। পরে আজ সোমবার সকাল ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।