ডিমলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের ৪৮ঘন্টা পর প্রশাসনের অভিযান!!

মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারীর ডিমলায় অবৈধভাবে বোমারু মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় ৩টি বোমা মেশিন পুড়ে দেয়া হয়েছে।তবে অভিযোগ রয়েছে মেশিন গুলো দিয়ে গত দুদিন থেকে রাত-দিন অবাধে অবৈধ ভাবে পাথর উত্তোলন করা হলেও এই দুইদিনে তা বন্ধে কোনই পদক্ষেপ গ্রহন করেনি উপজেলা প্রশাসনসহ থানা পুলিশ!!কিন্তু বিভিন্ন গনমাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ভাবে দিবালোকেই বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের সংবাদ প্রকাশিত হলে অবশেষে টনক নড়ে প্রশাসনের।তাই শুক্রবার(১১ই নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মিল্টন চন্দ্র রায়ের নেতৃত্বে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা ব্যারাজের কমান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথর উত্তোলনে ব্যাবহৃত তিনটি বোমা মেশিন ভেঙ্গে তা আগুনে পুড়ে দেয়া হয়েছে।2016-11-12-16-25-03
জানা যায়, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে তিস্তা ব্যারাজের কমান্ড এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বুধবার রাত থেকে ওই এলাকার দক্ষিন খড়িবাড়ী গ্রামের তেলীর বাজার নামক স্হানে তিস্তা নদীর ডানতীর বাঁধের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে।এমন খবরে প্রশাসন সেখানে অভিযান দিয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়নের পুর্ব খড়িবাড়ী গ্রামের রফিকুল ইসলাম, দক্ষিন খড়িবাড়ী গ্রামের মাজেদ পাটোয়ারী ও আব্দুল করিমের মেশিন পুড়িয়ে দেয়।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের তহসিলদার ইলতুসমিন কবীর জানান, তিস্তার বামতীর বাধ সংলগ্ন একটি চক্র দিন-রাতের  বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিলেন।তাই শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালত থানার পুলিশ ও আমিসহ পাথর উত্তোলনের স্থানে অভিযান পরিচালনা করে এ সময় পাথর উত্তোলনের ব্যবহৃত রফিকুল ইসলাম রফিক, মাজেদ পাটোয়ারী  ও আব্দুল করিমের বোমা মেশিন ৩টি ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়ে দেয়া হয়।
পুড়ে ফেলা মেশিন ও যাবতীয় যন্ত্রাংশ প্রায় ১০ লক্ষ টাকা বলেও জানা গেছে।
ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায় জানায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৩টি বোমা মেশিন ধ্বংশ করা হয়েছে যার আনুমানিক মুল্য প্রায় ১০ লক্ষ টাকাও বেশি। একটি চক্র প্রশাসনের চোখকে ফাকি দিয়ে রাতের আধারে তিস্তাসহ আশেপাশের এলাকায় অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে বালু পাথর উত্তোলন করে আসছিল।এখন প্রশাসনেরর কঠোর হস্তক্ষেপে তা বন্ধ হয়ে গেছে।