ঢাকা টেস্ট: আজহার-বাবরকে হারিয়ে চাপে পাকিস্তান

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়েছে। তবে দেড় দিন পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। দিনের শুরুতেই এবাদত তুলে নেন প্রথমে আজহারকে এরপর খালেদ এলবিডব্লিউ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

এই প্রতিবেদন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৯৭ রান। প্রথম সেশনের খেলা চলবে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিনে বৃষ্টির কারণে প্রথমে খেলা পিছিয়ে দেওয়া হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা বাতিল করা হয়। তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।

এদিকে এই বৃষ্টির কারণেই দ্বিতীয় দিনের খেলায় মাত্র ৩৮ বল মাঠে গড়িয়েছিল। রোববার (৪ ডিসেম্বর) হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।