দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২১ রান তুলেছে বাংলাদেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রান করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২১ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে আছে ৭২ রানে। বাংলাদেশ কি পারবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত লিড নিতে?

তামিম ইকবালের বিশ্বাস বাংলাদেশ পারবে। ইংল্যান্ডের রান অতিক্রম করাই মূল দায়িত্ব বলে মনে করছেন দেশসেরা ওপেনার। এরপর লিডের চিন্তা।

শুক্রবার দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, ‘ওদের রান অতিক্রম করাই মূল কাজ’। কত রানের লিড হলে বাংলাদেশ নিরাপদ পজিশনে থাকবে? এমন প্রশ্নের উত্তরে টেস্ট দলের সহ-অধিনায়ক বলেন,‘১০০ রানের লিড হলে আমি বলব ভালো দিক হবে। আসলে ফিগার দেওয়া ভুল হবে। যতটুকু লিড নেওয়া যায় আর কি! তবে প্রথমে আমাদের ওদের রানটা অতিক্রম করা লাগবে।’

দ্বিতীয় দিন শেষে সাকিব আল হাসান ৩১ রানে অপরাজিত রয়েছে। সাকিবের পর স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আছেন দুই অভিষিক্ত ক্রিকেটার সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সতীর্থের উপর তামিমের অগাধ বিশ্বাস, ‘সাকিব এখনও ক্রিজে আছে। মিরাজ আছে, সাব্বির আছে। ওরা যদি জুটি বেঁধে আমাদেরকে ভালো একটি সুবিধা দিতে পারে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। আমাদের হাতে পাঁচটি উইকেট আছে। ভালো একটি সেশন শুরু করতে পরবর্তীতে ভালো একটি দিন পার করতে পারব।’