নিজ দেশে লজ্জার রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ২য় টেস্টের শেষ দিনে ব্যাট করতে নেমে মোটে ২৫ রানও যোগ করতে পারলেন না সাকিব-তাইজুলরা। তাতে, মাত্র ৮৭ রানে অলআউট হয়ে দেশের মাটিতে সর্বনিম্ন রানের লজ্জা রেকর্ড গড়ল মুমিনুল হকের দল।

সাজিদ খানের স্পিনে মাত্র ৩২ ওভার থিতু হতে পেরেছে বাংলাদেশ। আজ বুধবার দিনের প্রথম ৩০ মিনিটেই গুটিয়ে গেছে স্বাগতিকেরা। অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে। যেটা ঘরের মাঠে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান।

এর আগেও ঘরের মাঠে এক ইনিংসে এত কম রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটি ছিল ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল। এত বছর পর ফের সে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশ।

একই সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একশর নিচে এই প্রথম বার আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। আগের সর্বনিম্ন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে ১১০।

দাপুটে বোলিং করা সাজিদ একাই নিয়েছেন ৮ উইকেট। একটি নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন সাকিব আল হাসান। এ ছাড়া ৩০ রান করেছেন নাজমুল হাসান শান্ত। বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। পাঁচ ব্যাটার তো রানের খাতাই খুলতে পারেননি। বাকিরাও পার হতে পারেননি ১০-এর ঘর।