ফেনীতে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত

বন্দুকযুদ্ধ

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফয়সাল (২৪) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ও লালপোলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ সময় নূর হোসেন সেলিম (২৬) নামে অপর এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, বেশ কয়েক রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন, একটি ট্যাব ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

ফেনী র‌্যাব-৭ এর পরিচালক শাফায়েত জামিল ফাহিম জানান, সদর উপজেলার লেমুয়া ও লালপোলের মাঝামাঝি এলাকায় একদল ডাকাত একটি প্রাইভেটকারে ডাকাতি করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ফয়সালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অপর ডাকাত সদস্য নূর হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।