বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিচ্ছে পর্তুগিজরা

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরে কয়েকদিন আগেই মর্যাদার শিরোপা ঘরে তুলেছিলে পর্তুগাল। এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিচ্ছে পর্তুগিজরা।

সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফারো আইসল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদো-আন্দ্রে সিলভারা।

‍তিনদিন আগেই অ্যান্ডোরাকে গোল বন্যায় ভাসিয়েছিল পর্তুগাল। বাছাইপর্বের ওই ম্যাচে ৬-০ গোলে জয় পেয়েছিল রোনালদো-পেপেরা। গতকাল রাতে ফারো আইসল্যান্ডকে একই ব্যবধানে হারিয়েছে তারা। পর্তুগালের বড় জয়ে গোলের হ্যাটট্রিক করেছেন আন্দ্রে সিলভা।

গত ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফারো আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। ফলে ১২ মিনিটে রোনালদোর ফ্লিক ডিফেন্ডার রাগনার ঠেকালে ফিরতি বল পেয়ে প্রথম গোলটি করেন সিলভা। ম্যাচের ২২ মিনিটে নিজের দ্বিতীয় ও ৩৭ মিনিটে হ্যাট্রিক পূরণ করেন সিলভা। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিশ্রাম শেষে মাঠে নেমে পর্তুগালের গোল উৎসবে যোগ দেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে জো মারিওর বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ তারকা। আর ম্যাচের যোগ করা সময়ে দুই মিনিটের ব্যবধানে মৌতিনিয়ো ও কানসেলো গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

ফারো আইসল্যান্ডের বিপক্ষে বড় জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। একই রাতের অপর ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড রয়েছে টেবিলের শীর্ষে।