বেপরোয়া নিয়ন্ত্রণহীন ইজিবাইক প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও): গ্রামাঞ্চলের  রাস্তা গুলোতে বেপরোয়া গতিতে  ইজিবাইক, ভটভটি,  ব্যাটারি চালিত অটোরিকশা,গরীব মানুষ গুলোর চলাচলের প্রধান মাধ্যম  হিসেবে  ব্যবহৃত হচ্ছে।  এসব নিম্নআয়ের মানুষ গুলো   করোনা কালীন সময়ে ঢাকা শহরের শিল্প কারখান গুলো বন্ধ হয়ে যাওয়ায়, শহর থেকে ফিরে এসে  গ্রামাঞ্চলে আয়ের উৎস হিসেবে বেঁছে নিয়েছে ইজিবাইক, ভটভটি।
গ্রামাঞ্চলের  রাস্তায় চলাচলে দেখা যায়  অপরিপক্ক  চালক , পক্ষান্তরে ঘটছে মর্মান্তিক দূর্ঘটনা। রাস্তায় গাড়ী চালানোর জন্য  কিছু নির্দেশনা মূলক চিহ্ন রয়েছে, সে গুলোর   নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিযোগিতা মূলক ভাবে   বেপরোয়া গতিতে ছুটছে  বেশি লাভের  আশায়। ফলশ্রুতিতে প্রতিনিয়ত রাস্তার ধারে উল্টে গর্তে পরে যায়  বা কখনো  রাস্তার বেঁকে, আবার   কখনো  অতিরিক্ত যাত্রী বোঝাই করে  চলাচলের সময়  ঘটছে  দূর্ঘটনা, পঙ্গুত্ব বরণ করছে হাজারো  মানুষ।
এখুনি সময় নীতিমালা আওতায় আনতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। যত্রতত্র যাত্রী উঠা নামা,  রাস্তায় চলাচলে যানজটের কারণে  সময় অপচয় ও  সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হয়।
সরকার বা স্থানীয় প্রশাসনের নেই কোন সচেতনতামূলক কার্যক্রম। চালকের নেই ড্রাইভিং লাইসেন্স,  নেই কোন গাড়ি চালানোর দক্ষতা। নিম্ন আয়ের মানুষ গুলোর  ইজিবাইক ভটভট ক্রয় করে রাস্তায় চলাচলের জন্য  আর রং বেরং এর বাহারি আলো জ্বালিয়ে রাতের অন্ধকারে   সাধারণ পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
কখনো সামনের হেড লাইট নষ্ট তাও চলাচল করে, কর্তৃপক্ষ নিরব কেন বিষয়টি বোধগম্য নয়। নিয়ন্ত্রণহীন ইজিবাইক কি?  আদৌও নীতিমালার আওতায় আসবে না! সুধীমহলের দাবী  ভবিষ্যত প্রজন্ম  কে জনসংখ্যা বিস্ফোরণের   বিশাল বোঝা থেকে জনসম্পদে রুপান্তর করার জন্য এখুনি  উদ্যোগ নিতে হবে,  কারিগরি  প্রশিক্ষণ  এর মাধ্যমে  উন্নত দেশে শ্রমবাজারে  প্রতিযোগিতায়  যেন এই নিম্নআয়ের মানুষগুলো টিকে থাকতে  পারে।
নচেৎ অপরিপক্ক চালক হয়ে গ্রামের রাস্তায় ইজিবাইক ভটভটির  আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন, এভাবে কখনো উন্নত রাস্ট্র লক্ষে পৌঁছাতে  কাম্য নয়।