বৈরি আবহওয়ার মধ্যেও শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর ঢল

আজ সকাল থেকে নৌপথের সচল নয়টি ফেরিতে বৈরি আবহওয়ার মধ্যেও পারাপার হচ্ছে শতশত যাত্রী এবং ব্যক্তিগত গাড়ি। শুধু জরুরি ও বিধিনিষেধের আওতামুক্ত গাড়ি পারাপারে ফেরি চালু থাকলেও, মানা হচ্ছে না নিয়ম।

ঘাট অভিমুখে পুলিশের চেকপোস্ট এবং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও যাত্রীরা দেখাচ্ছে নানা অজুহাত।

এদিকে, ফেরিতে যাত্রীর চাপে উধাও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। শিমুলিয়া ঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে রওয়ানা হচ্ছে ঢাকার গন্তব্যে। এতে যাত্রীদের গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া।

যাত্রীদের একই দাবি—জীবিকার জন্য কর্মস্থলে, আর নানা রকম প্রয়োজনের তাগিদেই ছুটছে তারা।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক শাফায়েত আহমেদ জানান, নৌরুটে ছোট-বড় মিলিয়ে নয়টি ফেরি সচল রয়েছে। শুধু জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে।