মমেক করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে মমেক হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা এবং জেলার বাইরের মৃত ২১ জনের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত হয়ে এবং ১৫ জন করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের রহিমা (৬৫), তারাকান্দার ইলিয়াস আলি (৭০), ত্রিশালের মো. আব্দুল কুদ্দুস (৭০), জামালপুর সদরের আসমা (৭০), কিশোরগঞ্জের হাজী মহিউদ্দীন (৬৮) এবং টাংগাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের নজরুল (৭০), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৬৫), বাজেদ আলি (৭৫) এবং রহিমা, ৪০, নান্দাইলের আমেনা (৬০), ঈশ্বরগঞ্জের রোকন উদ্দিন (৬০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল (৬০), গৌরীপুরের আরিফ (১৬), জামালপুর সদরের হযরত আলি (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন মিঞা (৪০), এবং টাংগাইল সদরের মোসলেম উদ্দীন (৭০)।

ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৫৮০ জন, এবং আইসিইউতে ভর্তি আছেন ২২ জন।