মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে সিংগাইরে কিশোর খুন

মো: তৌফিকুল ইসলাম খান, মানিকগঞ্জ : মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামে এক কিশোরকে খুন করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, গ্রামের মুসলেম উদ্দিনের পুত্র রাজু (১৪) এর সাথে একই গ্রামের কোরাইশির পুত্র আলিফ (১৬) এর মোবাইলে পাবজি গেমস খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। আলিফ এরই জের ধরে ঘটনার দিন রাতে ৯টার দিকে স্থানিয় ব্যবসায়ী নুরু মিয়ার বাড়ি যাওয়ার পথে শোল্লা ইউনিয়নের রুপার চর এলাকায় কালীগঙ্গা নদীর পাশে রাজুকে নিয়ে যায়।সেখানে রাজুর বুকের উপর চরে ইট দিয়ে মাথায় আঘাত করে।রাজুর মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে গামছা ঢুঁকিয়ে আলিফ স্থান ত্যাগ করে।
এলাকার লোকজন, রাজুর গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে প্রথমে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ১৬ অক্টোবর) ভোরে রাজু মারা যায়।
স্থানীয়রা জানান, রাজুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজুর স্বজনরা এবং এলাকাবাসী আলিফের বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা বিক্ষুব্ধ জনতার হাত থেকে আলিফকে উদ্ধার করতে গেলে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়।
সিংগাইর থানা পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ইউএনও রুনা লায়লা, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম প্রমুখ। দুপুরে পুলিশ আলিফ ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয়। ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান , এ ব্যাপারে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেয়া হবে, কোন প্রকার ছাড় দেয়া হবে না।