হাশেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানা

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: প্রতিবেদন দাখিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

প্রতিবেদনে কারখানার মালিকের অনিয়ম ও সরকারি সংস্থার গাফিলতি উল্লেখ ছাড়াও ২০টি সুপারিশ করা হয়েছে। শিশু শ্রম বন্ধ করা, মৃত শ্রমিকদের পরিবারের ক্ষতিপূরণের জন্য শ্রম আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা করে দেওয়ার সুপারিশ করা হয়। কারখানাটি ভবন নির্মাণ নীতিমালা (বিল্ডিং কোড) না মেনেই তৈরি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়, ওই কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের নো অবজেকশন সার্টিফিকেটও (এনওসি) ছিল না।

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী ৫ আগস্ট রাতে ৪৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাফলতির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করবে জেলা প্রশাসন। কারখানার নিচ তলার সেন্ট্রাল রুমে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডসের এই কারখানায় আগুন লাগে।