লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শারজায় ২৬ বছ‌র পর মাঠে নামছে টাইগাররা। লঙ্কানদের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ সাকিব-মাহমুদউল্লাহদের।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে ৪টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের জয়খরা কাটানোর পাশাপাশি এই ম্যাচটি টাইগারদের প্রতিশোধ নেওয়ার সুযোগ।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হেরে কঠোর সমালোচনার মুখে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় সাকিব-মাহমুদউল্লাহরা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপটের সঙ্গে তিনটি ম্যাচ জিতেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এই ম্যাচ দু’দলের জন্যই জয়ের ছন্দ ধরে রাখার লড়াই।

আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গল্প রচনা করতে হলে সুপার টুয়েলভের ৫ ম্যাচের মধ্যে অন্তত তিনটাতে জিততেই হবে টাইগারদের।

টাইগারদের সম্ভাব্য একাদশ

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।