শিক্ষককেই পিটিয়ে আহত করলেন ছাত্র

রাজশাহী

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ডিগ্রি কলেজের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছেন ওই কলেজেরই এক ছাত্র।

বুধবার দুপুরে কলেজ মাঠেই এ ঘটনা ঘটে। আহত শিক্ষক আহাদুজ্জামান নাজিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ওই কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক।

অভিযুক্ত ছাত্রের নাম শিশির হোসেন। তিনি ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি উপজেলার নাজিরপুর গ্রামে। বাবার নাম মাইনুল ইসলাম।

এ ব্যাপারে জানতে চাইলে রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ২৪ আগস্ট ক্লাস চলাকালীন সময়ে ‘অসাদচারণের’ জন্য শিক্ষক আহাদুজ্জামান নাজিম ওই ছাত্রকে মারপিট করেন। এরই জের ধরে বুধবার শিশির এই শিক্ষকের ওপর এই হামলা চালিয়েছেন।

অধ্যক্ষ জানান, কাঠ দিয়ে অতর্কিতভাবে শিক্ষক নাজিমকে মারধর শুরু করেন শিশির। পরে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা গিয়ে তাকে নিবৃত করেন। এরপরই শিশির কলেজ থেকে পালিয়ে যান।

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় কলেজ গভর্নিং বডির জরুরি সভা ডাকা হয়েছিল। আগামী শনিবার আবারও সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত ছাত্র শিশির হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সেটি বন্ধ থাকায় এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।