শিক্ষকদের ওপরও নজরদারি প্রয়োজন

সিলেট : জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই একটি মহল জঙ্গিবাদ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত।

জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এমসি কলেজে খাদিজার উপর হামলার ঘটনায় প্রমাণ হয় শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়।

ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষামন্ত্রী দুইদিনের কর্মসূচিও ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর সমাবেশ।

মন্ত্রী যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।