সেই লক্ষ্যে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের আরো প্রসার ঘটাতে চাইছেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সেই লক্ষ্যে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।ফিফার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী ইশতেহারে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, প্রথমে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান নিয়মে গ্রুপ পর্বের লড়াই শুরু হবে।

এ নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ফিফার পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে ইনফান্তিনো জানান, ‘আমরা সেরা আইডিয়াটা খোঁজার চেষ্টা করবো। আমরা এটি নিয়ে এ মাসেই আলোচনা করবো। তবে ২০১৭ সালের মধ্যেই আমরা সব কিছু চূড়ান্ত করবো। এই ধরনের আইডিয়া খেলাটির বিশ্বায়নে আরো গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সেপ ব্লাটারের বিদায়ের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।