সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদক সেবীর জরিমানা ও সাঁজা

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ– নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবনের দায়ে আটক ৬ জনকে শনিবার ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদন্ড করা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২ জনের ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৪ জনের প্রত্যেকের ১শ টাকা করে জরিমানা করা হয়।শনিবার বিকেলে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে মোট এই ৬জনকে আটক করে।
এরপর আটককৃতদের ভ্রাম্যমাণে হাজির করা হলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুবুল আলম এই সাজা ও অর্থদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলোঃ- পার্বতীপুর পুরাতন বাজারের গোলজারের ছেলে লিপু (২৭) ও শহরের সাহেবপাড়ার ইয়াকুব আলীর ছেলে আরমান (২৮) এবং জরিমানা করা হয়েছে- নিয়ামতপুরের নাসিরের ছেলে কাদের (৩৭),ও হাওয়ালদারপাড়ার সোবাহানের ছেলে নুর মোহাম্মদ (৫৫),সাহেবপাড়ার আজহারের ছেলে মনি (৩৫), হাতিখানার মিন্টুর ছেলে মীর কাশেম (৩৩)।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে,আর বাকীরা জরিমানার অর্থ প্রদান করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।