সৈয়দপদুরে দৃষ্টিনন্দন পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন

মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপদুরে দৃষ্টিনন্দন পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার  দুপুরে এটি উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

পৌর মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খাঁন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেত্রীত্বে আজ বাংলাদেশ সারা বিশ্বের নিকট উন্নয়নের রোল মডেল হিসবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। আগামীতেওে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এ কমিউনিটি সেন্টার কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে কনফারেন্স রুম, প্রথম ও দ্বিতীয় তলায় আধুনিক মানের কমিউনিটি সেন্টার, তৃতীয় তলায় ভিভিআইপি তিন তারকা মানের গেষ্ট হাউস ও চতুর্থ তলায় জ্ঞান পিপাসুদের জন্য লাইব্রেরীর ব্যবস্থা রয়েছে।