হিলিবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি

জেলা প্রতিনিধিঃ ঈদুল-আযহা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি।

রোববার (২৫ জুলাই) সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে আমদানি-রফতানি শুরু হয়। ফলে বন্দরে ফিরেছে কর্ম চাঞ্চল্য।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি জানান, কোরবানি ঈদ উপলক্ষে ১৯ জুলাই সোমবার থেকে শনিবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিলো। ছয় দিন বন্ধের পর রবিবার সকাল থেকে এই বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। পণ্যবাহী ট্রাকগুলো পণ্য খালাস করে ভারতে ফিরে গেছে। এসব পণ্য সাথে সাথেই দেশের বিভিন্ন স্থানে যেতে শুরু করেছে।

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার স্যানাল জানান, সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও, পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ ছিলো মাত্র চার দিন। রবিবার সকাল থেকে আমদানি-রফতানিসহ পোর্টের অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।