আত্মসাতের মামলায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের মামলায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি এম জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ‍রাজধানীর গ্রিনরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান।

২০১৩ সালে ১৭ এপ্রিল জালাল উদ্দীনসহ আরো পাঁচজনের বিরুদ্ধে গাইবান্ধা থানায় মামলা করা হয়েছিল। মামলা করেছিলেন দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার।