আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল দেওয়ান নামে ১৪ মামলার এক আসামি নিহত হয়েছেন।

রোববার ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, রাসেল দেওয়ানকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় অস্ত্র ও গুলি উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে ওত পেতে থাকা রাসেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রাসেল দেওয়ান পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।